ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে গাঙচিল রেস্তোরাঁসহ ৩ প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ 08-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 122988 জন
কিশোরগঞ্জে গাঙচিল রেস্তোরাঁসহ ৩ প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জে গাঙচিল রেস্তোরাঁসহ তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


জেলা নিরাপদ খাদ্য অফিস জানায়, কিশোরগঞ্জ শহরের রাদিত সামিয়া ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বাধ্যতামূলক নিবন্ধন ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে ২ লাখ টাকা, গাঙচিল রেস্তোরাঁয় লেভেলবিহীন খাদ্য উৎপাদন ও বিক্রি এবং পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ১ লাখ টাকা ও গৌর গোবিন্দ সুইটস কেবিনকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুনোমোদিত রঙ ব্যবহার ও পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর