হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে পরবর্তীতে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো আনসার বাহিনী
জননিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় সুশৃঙ্খল পেশাদার বাহিনী।
শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা এই এই মুল মন্ত্রকে কাজে লাগিয়ে আরো একধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সর্বোচ্চ পেশাদারীত্বে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
এরই ধারাবাহিকতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত প্লাটুন কমান্ডার মোঃ আব্দুর রউফ শিফট ইনচার্জ (আলফা) দায়িত্ব পালনকালে।
আজ ২৩/০৩/২০২৫ ইং (রবিবার) আনুমানিক ১৫:১৫ মিনিট এ ক্যানোপি ০২ তে যাত্রীর মালামাল বহনকারী টলিতে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ দেখতে পান।
ব্যাগে যাত্রীর প্রয়োজনীয় কাপড় চোপড়, খাবার, অন্যান্য জিনিসপত্র ছিল।
পরে ব্যাগটি বিমানবন্দরে ১৫ নম্বর রুমে জমা করেন, যাতে করে পরবর্তীতে ব্যাগটির সঠিক মালিকের কাছে পৌঁছায়।
একই দিনে অপর একটি ঘটনায় আনুমানিক সময় ১৭:৪৬ মিনিটে, বিমানবন্দরের ৫ নং হেবি লাগেজ গেটের সামনে যাত্রীর মালামাল বহনকারী টলিতে আরো একটি ব্যাগ উদ্ধার করেন।
উক্ত ব্যাগে যাত্রীর পাসপোর্ট, ভিসা,বিমানের টিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করেন।এবং ভিসা দেখে যাত্রীর নাম ও পরিচয় সম্পর্কে নিশ্চিত হন।
পরবর্তীতে ওই যাত্রী আব্দুর রব জেলা সুনামগঞ্জ কে খুঁজে বের করে তার সকল মালামাল গুলো সঠিকভাবে বুঝিয়ে দেন।
প্রায় প্রতিদিনই এই বাহিনীর সদস্যগণ কর্মক্ষেত্রে সক্ষমতা অর্জন ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের সততা, নিষ্ঠা, পরিশ্রম এবং পেশাদারিত্বের মাধ্যমে দেশের মানুষের নিকট থেকে অর্জন করেছে সীমাহীন আস্থা ও ভালোবাসা।
বর্তমান মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব এবং কার্যকরী উদ্যোগ গ্রহণের ফলে বাহিনী একটি সংকটকালীন পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করে নতুন সম্ভাবনায় সামনে এগিয়ে যাচ্ছে।
নতুন বাংলাদেশ বির্নিমাণের অন্যতম সহযোগী হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অংশীদারিত্ব নিশ্চিতকরণে বাহিনীর সকল পর্যায়ের আনসার সদস্যদের কর্মক্ষেত্রে অধিকতর সতর্কতা সহিত দায়িত্ব পালন করে যাচ্ছে।