ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • আপলোড তারিখঃ 08-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 122267 জন
কুড়িগ্রামে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কুড়িগ্রামের রাজারহাটে যৌথবাহিনীর অভিযানে  গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। 


রোববার (২৩ ফেব্রুযারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন।  এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে যৌথবাহিনীর অভিযানে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ের খিতাবখাঁ থেকে তাদের আটক করা হয়েছে। 


আটককৃতরা নামাপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আশরাফুল আলম  (৩৭) ও একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৯)। পুলিশ জানায়, আটকরা  নিজ বাড়িতে মাদক সেবন করতে ছিল। পরে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে বিভিন্ন রঙ্গের ১৫টি  ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজাসহ মাদক সেবনের ফয়েল পেপার ও লাইটার পাওয়া যায় । পরে আটককৃত দুজনকে  রাজারহাট থানায় সোপর্দ করা হয়। 


রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তসলিম উদ্দিন জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর