ঢাকা | বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন শিল্পকলার সদস্য পাবনার চাটমোহরের কৃতিসন্তান নাট্যজন আসাদুজ্জামান দুলাল

  • আপলোড তারিখঃ 11-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 101328 জন
পদত্যাগ করেছেন শিল্পকলার সদস্য পাবনার চাটমোহরের কৃতিসন্তান নাট্যজন আসাদুজ্জামান দুলাল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ সদস্য (রাজশাহী বিভাগ) নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল পদত্যাগ করেছেন। সোমবার (১০ মার্চ ২০২৫) সন্ধ্য ৭ টায় চাটমোহর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি  পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে রবিবার (৯ মার্চ ২০২৫) রেজিষ্ট্রি ডাকযোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে তিনি জানিয়েছেন।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের ১৭ অক্টোবর ২০২৪ তারিখের ৪৩.২০.৪০.১১৬.০৬.০০৭.৯৪ (অংশ ১) .১০৩ সংখক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য (রাজশাহী বিভাগ) মনোনীত হয়েছিলেন তিনি।  পদত্যাগ পত্র মোতাবেক রবিবার (৯ মার্চ ২০২৫) সদস্য পদ থেকে ইস্তফা দেন তিনি।


আসাদুজ্জামান দুলাল পদত্যাগের কারণ হিসেবে জানান, শারীরিক সমস্যার কারণে পদত্যাগ করেছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তিনি এ পদের জন্য তিনি নিজেকে অযোগ্য মনে করেন। তার চেয়ে আরো অনেক যোগ্য মানুষ আছেন, যারা এ পদের জন্য যোগ্য। বিগত ১৮ ডিসেম্বর’২০২৪  একটি সভা হয়। গত সাত মাসে তাকে কোন কাজের কথা বলা হয়নি, কোন দায়িত্বও দেওয়া হয়নি। তিনি শিল্প সংস্কৃতির উন্নয়নে শিল্পকলা একাডেমির সদস্য হিসেবে কোন কাজ করতে পারেননি এমনকি কোন কাজের দিক নির্দেশনাও পাই নাই বলে জানান তিনি।


সাংবাদিক সম্মেলনে চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সহ সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, সাংবাদিক বিপ্লব আচার্য, সামাজিক সংগঠক আলমগীর মোহাম্মদ, কালবেলা প্রতিনিধি ইকবাল কবীর রনজু, চ্যানেল টোয়েন্টি ফোর প্রতিনিধি শাহীন রহমান, নয়াদিগন্ত প্রতিনিধি নূরুল ইসলাম মাস্টার, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, আজকের পত্রিকা প্রতিনিধি তুষার ভট্রাচার্য, চাটমোহর প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর