ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীতে ৪ লক্ষ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে----সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম

  • আপলোড তারিখঃ 12-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 94950 জন
নরসিংদীতে ৪ লক্ষ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে----সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

 নরসিংদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। আগামী ১৫ ইং মার্চ সকাল থেকে ১ হাজার ৭৬৮টি কেন্দ্রে ৬-১১ ও ১১-৫৯ মাস বয়সী প্রায় ৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল।


অদ্য ১২ মার্চ ২০২৫ ইং বুধবার সকালে নরসিংদীর সিভিল সার্জন কার্যালয় এর হল রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম।


তিনি জানান প্রতি ৬ মাস পর ভিটামিন এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও উদ্ভূত পরিস্থিতিতে গত ক্যাম্পেইন করা সম্ভব হয়নি।


তাই আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ভিটামিন ক্যাম্পেইন অতীব জরুরি। এ কারণে সকল কর্মীকে যথাযথ দায়িত্বশীল হওয়ার পাশাপাশি শিশুদের অভিভাবকদের গুরুত্বের সঙ্গে ভিটামিন খাওয়াতে হবে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর