ঢাকা | বঙ্গাব্দ

বীরগঞ্জে ভিজিএফের চাল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

  • আপলোড তারিখঃ 24-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 45215 জন
বীরগঞ্জে ভিজিএফের চাল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল নিতে গিয়ে অসুস্থ হয়ে এক বৃদ্ধা মারা গেছেন।


রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে মারা যান এছাদ্দিন আলী(৮০)। তিনি ইউনিয়নের ঘোড়াবান্দ সাহাপাড়া গ্রামের মৃত সুরুভায়ার ছেলে বলে ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন জানিয়েছেন।


“দুপুর থেকে ঈদের বিশেষ ভিজিএফ কার্ডের চাল দেয়া শুরু হয়। বৃদ্ধা এছাদ্দিন আলী চাল সংগ্রহ করতে এসে অসুস্থ হলে স্থানীয়রা ভ্যানে উঠিয়ে বাড়ি ফিরার পথে তার মৃত্যু হয়।


বৃদ্ধের মৃত্যুর বিষয়ে জানতে পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেনি।  


বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, “বিষয়টি দুঃখজনক। তিনি আরোও জানান, “খবর পাওয়ার পর মৃত এছাদ্দিন বাড়িতে যাই। এছাড়া তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর