ঢাকা | বঙ্গাব্দ

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  • আপলোড তারিখঃ 26-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 39606 জন
বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দিনাজপুরের বীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।



২৬ মার্চ বুধবার সূর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনার পর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করেন। বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর সভাপতিতে সকাল ৯ টায় শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ ও বেলুন-ফেস্টুন উড়িয়ে পরবর্তী কর্মসূচি শুরু হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বীরগঞ্জবাসীর উদ্দেশ্যে ভাষণ প্রদান, পুলিশ আনসার ও ভিডিপি বাহিনী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র—ছাত্রীদের সমাবেশ ও কুজকাওয়াজ সহ বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠান দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাকির হোসেন ধলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ শাখার আমির ক্বারী আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ শাখার সেক্রেটারী মনজুরুল ইসলাম, গনঅধিকার পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু হানিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক জেমিয়ন রায়, 


এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সংসদগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপজেলা বিএনপি  অঙ্গ সংগঠন, সাংস্কৃতিক ও সংগঠন, স্কুল, কলেজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সহ আরও অনেকে। পরে আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর