ঢাকা ১২:০২:১৮ এএম | ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার পূর্ব ইলিশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোর কে‌ পিটিয়ে আহত

  • আপলোড তারিখঃ 05-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 534008 জন
ভোলার পূর্ব ইলিশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোর কে‌ পিটিয়ে আহত ছবির ক্যাপশন: ভোলার পূর্ব ইলিশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোর কে‌ পিটিয়ে আহত
LaraTemplate

ভোলার পূর্ব ইলিশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোর কে‌ পিটিয়ে আহত


আশিকুর রহমান শান্ত, ভোলা:


ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ৯ নং ওয়ার্ড এর তুলাতুলি নামক এলাকার নুরু সিকদার বাড়ির দরজায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমন (১৬) ও তুহিন (২১) নামের দুই কিশোর কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ঐ বাড়ির হালান সিকদার এর ছেলে
নিহাদ, নিরব এর ছেলে জিহাদ, হানিফ এর ছেলে রাসেল, শাহাজাহান এর ছেলে শাকিল, আবদুর রব এর ছেলে লিটন, কাশেম এর ছেলে মাসুম, খোকন সিকদার এর ছেলে তারেক, রফিক এর ছেলে জাহিদ সহ ১৪/১৫ জন এর একটি কিশোর গ্যাং এর বিরুদ্ধে।


আহত ইমন। ও তুহিন বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারা পুরুষ সার্জারি বিভাগের ২৮ ও ২৯ নম্বর বেডে ভর্তি আছে।


শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিকাল ৩ টার সময় এ ঘটনা ঘটে।


স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, নিহাদ, জিহাদ ও রাসেল সহ ১৪/১৫ জনের একটি কিশোর গ্যাং প্রথমে ইমনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন। তার পর তাকে নুরু সিকদার বাড়ির দরজায় নিয়ে তাকে এলোপাথাড়ি কিল ঘুষি মারতে শুরু করে তারা। মারধরের এক পর্যায়ে খবর পেয়ে তার বড় ভাই তুহিন এমনকি উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসলে উক্ত কিশোর গ্যাং এর সদস্যরা তুহিন কেউ এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।


এ বিষয়ে অভিযোগ নিহাদ ও জিহাদ এর সাথে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হলে কল রিসিভ না করায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর