ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় প্রেমিকা হত্যার দায়ে আসামি হাবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

  • আপলোড তারিখঃ 18-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 64914 জন
বগুড়ায় প্রেমিকা হত্যার দায়ে আসামি হাবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বগুড়ায় প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে আসামি হাবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এই রায় দেন।


দণ্ডপ্রাপ্ত হবিবর রহমান মন্ডল বগুড়ার সোনাতলা উপজেলার রাখালগাছি গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল বাছেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


আব্দুল বাছেদ জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুরহাট গ্রামের আজিবর রহমানের মেয়ে জয়তারা বেগমের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরে তিনি বাবার বাড়িতে দরজির কাজ শুরু করেন। এর মধ্যে হবিবরের দুই স্ত্রী থাকার পরেও জয়তারার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।


২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে প্রেমিক হবিবর জয়তারা বেগমকে সোনাতলা স্টেশনে ডেকে আনেন। সেখান থেকে জয়তারাকে হবিবর তাঁর বাড়িতে নিয়ে যান। সেখান গেলে দুই স্ত্রীর সঙ্গে জয়তারার ঝগড়া হয়। একপর্যায়ে হবিবর জয়তারাকে মাঠে ডেকে নিয়ে যান এবং গলা টিপে হত্যা করে মরদেহ ওই মাঠেই ফেলে রেখে পালিয়ে যান।


এ ঘটনার দুই দিন পর পুলিশ জয়তারার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হত্যার শিকার জয়তারার বড় ভাই দুলু ব্যাপারী মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেপ্তার হাবিবর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ পাঁচ বছর পর এই মামলার রায় ঘোষণা করেন আদালত।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর