ঢাকা | বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় ৮৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ

  • আপলোড তারিখঃ 09-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 491206 জন
পাকুন্দিয়ায় ৮৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৮ মে ২০২৪ ষষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচন ঘিরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সুষ্ট ভাবে ভোট সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ওই দিন একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের ৮৫টি কেন্দ্রের ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।


পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, ৮৫টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে পাটুয়াভাঙ্গা ও জাঙ্গালিয়া ইউনিয়নের সব ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী (২) সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরতেরটেকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বুরুদিয়া ইউনিয়নের কাগারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হোসেন্দী ইউনিয়নের কুমারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চন্ডিপাশা ইউনিয়নের ষাটকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুখিয়া ইউনিয়নের চরপলাশ উচ্চ বিদ্যালয়, হরশী উচ্চ বিদ্যালয়, পৌরসভার সৈয়দগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, লক্ষীয়া উচ্চ বিদ্যালয়, চালিয়াগোপ (১) সরকারী প্রাথমিক বিদ্যালয়


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর