কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি গঠন নিয়ে সংঘর্ষে আশিক খাঁ (২২) নিহতের ঘটনায় নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।
জানা যায় আশিকের মা রিতা আক্তার কটিয়াদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। তিনি মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি মালদ্বীপ প্রবাসী। ১৫ দিন আগে দেশে ফিরেছেন বলে জানা গেছে।
মামলার আসামিরা হলেন- কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজকোর্টের এপিপি রিয়াজুল ইসলাম সেবক, চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ইনসাফ আলীসহ ২৯ জন।
এর মধ্যে শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।