ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া বিপক্ষে আল্ট্রাসের প্রস্তুতি শুরু

  • আপলোড তারিখঃ 10-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 490746 জন
অস্ট্রেলিয়া বিপক্ষে আল্ট্রাসের প্রস্তুতি শুরু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দেশের ফুটবলে মাঠে দর্শক খরা কাটাতে বাংলাদেশ ফুটবল আলট্রাস (সমর্থকগোষ্ঠি) ২০১৯ সালে বঙ্গবন্দু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে পথচলা শুরু করা হয়। 


তারপর থেকেই দেশের মাঠিতে হওয়া প্রতিটি খেলায় আতংকের নাম বাংলাদেশ ফুটবল সমর্থকগোষ্ঠি বা আল্ট্রাস, তারই ধারাবাহিকতায় আসন্ন বিশ্বকাপ বাঁচাই পর্বে ৬ জুন অ্যাওয়ে ম্যাচ খেলতে  বাংলাদেশে  আসবে, বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়া অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল। 


সেই ম্যাচকে সামনে রেখে ৯ই মে থেকে শুরু হয়েছে আলট্রাসের রেজিষ্ট্রেশন পর্ব, তবে শুধু মাত্র ভেরিফাইড সদস্যরা রেজিষ্ট্রেশন করতে পারবে।


আস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের ম্যধকার  ম্যাচকে নিয়ে পরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন করা লক্ষে গত ৩ই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে জনাব আমিনুল বেপারী শিপলু এর সভাপতিত্বে পরিচালনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এই বিষয়ে মুঠোফোনে কথা বলেন গোষ্ঠিটির মিডিয়া সম্পাদক  জনাব ইয়াসিন মোল্লা  তিনি বলেন " আমরা জামাল - রাকিব, মোরসালিনদের মতো দলের দ্বাদশ সদস্য হিসাবে, গ্যালারিতে দেশের পক্ষে গর্জন দিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত এবং প্রতিপক্ষকে ভয় দেখিয়ে দেওয়াই আমাদের লক্ষ


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর