ঢাকা | ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ যথাযথভাবে নির্বাচনী দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম

  • আপলোড তারিখঃ 18-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 509140 জন
পুলিশ যথাযথভাবে নির্বাচনী দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বাংলাদেশ  পুলিশ দীর্ঘদিন যাবত পেশাদারিত্বের সাথে জনগণকে নিরাপত্তা প্রদান করে আসছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ  এবং নির্বাচনী দায়িত্বও যথাযথভাবে নিষ্ঠার সাথে পালন করছে। 


আইজিপি আজ শুক্রবার সকালে সুনামগঞ্জে শহর পুলিশ ফাঁড়ির নবনির্মিত চারতলা  ডরমেটরি ভবন (স্টুডিও অ্যাপার্টমেন্ট) ও সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে প্যাথলজিক্যাল ল্যাব উদ্বোধন এবং পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। 


তিনি বলেন, বাংলাদেশ পুলিশের জনবল, ইকুইপমেন্ট, লজিস্টিকস ও প্রশিক্ষণ রয়েছে। আমরা নির্বাচনী দায়িত্ব পালনসহ আইনশৃঙ্খলা  সংক্রান্ত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম।


আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে আমরা সকলে একযোগে একসাথে কাজ করে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সক্ষম হয়েছি। জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ঈর্ষণীয় সাফল্য রয়েছে।


তিনি বলেন, পুলিশ জনগণকে সেবা দিয়ে গর্ববোধ করে। পুলিশ জনগণকে আরও সেবা দিতে চায়, জনগণের কল্যাণে আরও কাজ করতে চায়।


এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জাকির হোসেন খান, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহ এবং অন্যান্য কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর