ঢাকা | ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিজে এমসি নিয়ন্ত্রণাধীন খুলনার দৌলতপুর ও খালিশপুরের বিভিন্ন জুট মিল পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী

  • আপলোড তারিখঃ 18-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 510832 জন
বিজে এমসি নিয়ন্ত্রণাধীন খুলনার দৌলতপুর ও খালিশপুরের বিভিন্ন জুট মিল পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনা মানুষের একসময়ের সবচেয়ে বড় কর্মসংস্থান ছিল খুলনার দৌলতপুর ও খালিশপুরে অবস্থিত বিভিন্ন জুট মিল গুলো  । কিন্তু দিন দিন জুট মিল গুলোর যন্ত্রাংশ ত্রুটি ও কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যায়। ফলে জুট মিলে কর্মরত কর্মচারীগণ তাদের কর্মসংস্থান হারিয়ে ফেলে। তাই খুলনার মানুষের স্বপ্ন জুটমিলগুলো পুনারায় চালু হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।


আজ (১৮ মে) বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জনাব  জাহাঙ্গীর কবির নানক খুলনার দৌলতপুর ও খালিশপুর বিজে এমসি নিয়ন্ত্রণাধীন দৌলতপুর জুট মিলস লিমিটেড, প্লাটিনাম জুবলি জুট মিলস লিমিটেড, ক্রিসেন্ট জুট মিলস  লিমিটেড, খালিশপুর জুট মিলস লিমিটেড এবং বিটি এমসির নিয়ন্ত্রণাধীন খুলনা টেক্সটাইল মিলস পরিদর্শন করেন। তিনি বলেন খুলনার সমস্ত  বন্ধ হয়ে যাওয়া মিলস সমূহ চালু করতে যা যা প্রয়োজন তা করবে।


মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নকে ধরে রাখতে সোনালী আঁশ পাটকে গুরুত্ব দিয়ে সমস্ত মিল পুনারাই চালু করার আশ্বাস প্রদান করেন  উক্ত মিলস পরিদর্শন কালে সঙ্গে ছিলেন খুলনা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম কামাল আরো উপস্থিত ছিলেন জনাব তালুকদার আব্দুল খালেক মাননীয় মেয়র খুলনা সিটি কর্পোরেশন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর