ঢাকা | বঙ্গাব্দ

এলাকাবাসীর অভিযোগ নেশা খোর হইতে সাবধান

  • আপলোড তারিখঃ 23-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 485016 জন
এলাকাবাসীর অভিযোগ নেশা খোর হইতে সাবধান ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় মোঃ খালিদ হাসান (তাপস)  পিতা মোঃ হাসানুজ্জামান ঘেতু। এলাকার  সাধারণ মানুষ জানায় তাপস নিয়মিত মাদক সেবন করে যেমন গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, হেরইন সহ বিভন্ন মাদক সেবন করে এলাকার যুব সমাজ ধ্বংস করছে তাপস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সেখানে চুরি করে জিনিস বিক্রি  করে নেশার টাকা জোগাড় করতে যায়ে মালিকের কাছে ধরা পড়ে।


এক পর্যায় চাকরি চলে যাবে হাতে পায়ে ধরে মুচলেকা দিয়ে চাকরি ফিরে পায় মাঝে মাঝে এলকায় এসে উঠতি বয়সের পুলাপানের সাথে গাঁজা, ইয়াবা,ফেনসিডিল সহ বিভন্ন মাদক সেবন করে যুব সমাজ নষ্ট করছে অভিযোগ করে এলাকাবাসীএবং গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে তাপস মাদক ব্যাবসা ও চোরাকারবারের সাথে জড়িত। গোয়েন্দা বিভাগের কাছে তথ্য আছে তাপসের সাথে কুষ্টিয়া শহরের একটি চক্র জড়িত। তাপস নিয়মিত কুষ্টিয়া শহরে যাতায়াত করে গোয়েন্দার নজর দাড়িতে আছে ।


এলাকাবাসী তাপসের গ্রেফতার দাবি জানাই আইনের মাধ্যমে বিচার  করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর