ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় কবি আলমগীর কবির হৃদয়ের ৪৬ তম জন্মদিন নানা আয়োজনে পালিত

  • আপলোড তারিখঃ 01-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 477456 জন
পাবনায় কবি আলমগীর কবির হৃদয়ের ৪৬ তম জন্মদিন   নানা আয়োজনে পালিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate


পাবনার সাহিত্য আকাশে এক অনন্য এক উজ্জ্বল নক্ষত্র কবি আলমগীর কবির হৃদয়। 


যিনি একাধারে কবি লেখক, উপস্থাপক শিল্পী, সাহিত্য সংগঠকও বটে।


পাবনা উত্তরন সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা সভাপতি,  মহিয়সী সাহিত্য ও পাঠচক্রের অন্যতম প্রতিষ্ঠাতা।


আসাফো পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক। 


তিনি পাবনা শহরে ১৯৭৮ সালের ১লা জুন এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। 


তার সাহিত্য চর্চার হাতে খড়ি শৈশব থেকেই। 


ছাত্র জীবন থেকে কলম ধরে অবিরাম লিখে চলছেন আজ অবধি!  তিনি কবিতা গান গল্প প্রবন্ধ-নিবন্ধ নাটক লেখার পাশাপাশি গানও পরিবেশন করে থাকেন। তার রয়েছে আবৃত্তিতে চরম দক্ষতা ও উপস্থাপনায় পারঙ্গমতা। তার ইউটিউব চ্যানেলে তার আবৃত্তির হাজারও ফ্যান ফলোয়াট রয়েছেন। 


তিনি বাংলাদেশ তথা ভারত বর্ষের বহু এলাকায় সাহিত্য সফর করেছেন  করেছেন আবৃত্তি, গেয়েছেন গান।


সাহিত্য সংগঠকের পুরস্কার, শ্রেষ্ঠ কবি ও লেখক পুরস্কার হিসেবে জিতে অসংখ্য পদক ও সনদ।


জয় করেছেন লাখো কোৃল হৃদয়ের শুভ্র নির্মল নিরেট ভালোবাসা।


আজ কবি আলমগীর কবির হৃদয় এর ৪৬ তম জন্মদিবসে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে বিবৃতি দান করেছেন।


পাবনা জেলা গ্রিনপিস বাংলা ও  বিআরটিএন এর সভাপতি তারই সতীর্থ অনুজ কবি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ (কবি কলামিস্ট, সাংবাদিক ও গবেষক, পরিবেশ ও মানবাধিকার কর্মী)। তিনি কবি আলমগীর কবির হৃদয় এর জন্য সকলের কাছে মুক্ত দোওয়া ও ভালোবাসা কামনা করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর