ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের অভ্যাহতি চায় প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। রবিবার (২জুন) বেলা ১১টায় সভাপতির কক্ষে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে জরুরী সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব জয়শ্রী সেন, কোষাধ্যক্ষ জনাব মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও সংগঠনটির সদস্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার অধ্যাপক ড. মোহাঃ আনোয়ারুল হক অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন এ সভায় উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায় শনিবার (১জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত বেজিস্ট্রারের একটি আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়েছে। রেজিস্ট্রার পদটি বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ পদ। পদাধীকারবলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভা ও দাপ্তরিক কাজে উপস্থিত থাকতে হয়। এমন একটি অশ্লীল ভিডিও প্রকাশিত হওয়ার ফলে গুরুত্বপূর্ণ বিভিন্ন সভা ও দাপ্তরিক কাজে উনার উপস্থিতি একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা আছে। অশ্লীল ভিডিও প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে ঘটনার সত্যাসত্য উৎঘটন না হওয়া পর্যন্ত রেজিস্ট্রার পদ থেকে তাঁকে সাময়িক অব্যাহতি প্রদানের দাবি জানায় সিংগঠনটির সদস্যরা।
এছাড়াও ইতিপূর্বে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের জনৈক এক ঠিকাদারের সাথে অনৈতিক আর্থিক লেনদেনের বিষয়ে একটি অডিও বিভিন্ন প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে একটি তদন্ত কমিটি গঠিত হয়। উক্ত কমিটির তদন্ত রিপোর্ট দ্রুতসময়ের মধ্যে প্রকাশ করার দাবি জানান তারা।