ঢাকা | বঙ্গাব্দ

স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে ইবি শিক্ষক সমিতির অর্ধদিবস কর্মবিরতি

  • আপলোড তারিখঃ 04-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 475634 জন
স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে ইবি শিক্ষক সমিতির অর্ধদিবস কর্মবিরতি ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনসহ তিন দাবিতে কর্মবিরতি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে মঙ্গলবার (৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ( অর্ধদিবস) কর্মবিরতি পালন করেছে ইবি শিক্ষক সমিতি। তবে পরীক্ষাসমূহ যথানিয়মে চলেছে।


অন্য দুই দাবি হলো বৈষম্যমূলক সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ। এর আগে রবিবার (২৬মে) বেলা ১১টায় আলোচ্য দাবিগুলো নিয়ে অনুষদ ভবনের সামনে মানববন্ধন করে সংগঠনটির সদস্যরা। 


এছাড়াও গত মঙ্গলবার (২৮মে) সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত (দুই ঘণ্টা) কর্মবিরতি পালন করেছে তারা, এরপরও যদি দাবি পূরণ না হয় তাহলে ৪জুন অর্ধ দিবস কর্মবিরতির হুশিয়ারি দেন তারা।


এবিষয়ে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, শিক্ষকদের সাথে যদি এরকম বৈষম্যমুলক আচরণ করা হয় তাহলে বিশ্ববিদ্যালয়গুলো যোগ্য শিক্ষক হারাবে। আমরা যারা সিনিয়র শিক্ষক আছি আমরা অবসরের পর পাবো ১ কোটি ১৫ লক্ষ্য টাকা।


বর্তমান শিক্ষকদের এই টাকার পরিমান অনেক কম হবে,এছাড়াও প্রতিটি শিক্ষকের একজন করে নমিনি থাকে, শিক্ষকদের অনুপস্থিতিতে তারা আজীবন টাকা পাবে। বর্তমান নিয়মানুযায়ী নমিনি ৭৫ বছর পর্যন্ত টাকা পাবে। এত বৈষম্য থাকলে পরবর্তীতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসবে না।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর