ঢাকা | বঙ্গাব্দ

আগ্রাবাদ চৌমুহনীতে ছুরিকাঘাতে তরুণ খুন, গ্রেপ্তার ৩

  • আপলোড তারিখঃ 06-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 475630 জন
আগ্রাবাদ চৌমুহনীতে ছুরিকাঘাতে তরুণ খুন, গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলী মার্কেটের পেছনে চাড়িয়াপাড়া বরফকল এলাকায় ছুরিকাঘাতে মো. নুরুল আজিম (১৮) নামে এক তরুণ খুন হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে বলে  বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন। 


রাত সাড়ে ৯টার দিকে আজিম চাড়িয়াপাড়া এলাকায় একা দাঁড়িয়েছিল নুরুল আজিম। এ সময় ৮/১০ জন এসে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে মূল ছুরিকাঘাতকারীসহ তিনজনকে আটক করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।


নিহত নুরুল আজিম।


হামলাকারী ও নিহত তরুণের মধ্যে কী নিয়ে বিরোধ ছিল, কেন হামলা করা হয়েছে সেটা পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।


চমেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, আগ্রাবাদ চৌমুহনী সিডিএ মার্কেট এলাকা থেকে ছুরিকাঘাতে আহত আজিম নামে এক তরুণকে আনুমানিক রাত সাড়ে ১০ ঘটিকার সময় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, যতটুকু জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে তাকে ছুরি মারা হয়েছে।


ডবলমুরিং থানার এসআই সাহাব উদ্দিন জানান, নিহত আজিমের বাবা নেই, মা আছে। তারা ১ ভাই ৩ বোন। বোনেরা গার্মেন্টসে চাকরি করে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর