ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুর হাইমচর শুরু হলো অর্থনৈতিক শুমারীর তিনদিন ব্যাপি প্রশিক্ষণ

  • আপলোড তারিখঃ 29-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 458717 জন
চাঁদপুর হাইমচর শুরু হলো অর্থনৈতিক শুমারীর তিনদিন ব্যাপি প্রশিক্ষণ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

সারা বাংলাদেশে একসাথে শুরু হলো অর্থনৈতিক শুমারী ২০২৪ সারাদেশের মতন চাঁদপুর হাইমচর উপজেলায় দুর্গাপুর ইস্কুল এন্ড কলেজে শুরু হইছে এই প্রশিক্ষণ।


হাইমচরে প্রশিক্ষণের দায়িত্বে আছেন উপজেলা পরিসংখ্যান অফিসার জনাব সনজিত স্যার এবং জোনাল অফিসার হিসেবে আছেন জসিমউদ্দিন রনি ও আইটি অফিসার হিসেবে আছেন সানজিদা আক্তার।


এই প্রশিক্ষণে প্রায় ৫৫ জন গণনাকারী প্রশিক্ষণ গ্রহণ করছেন। শুমারীর বিষয়ে সনজিত স্যার বলেন এই শুমারীতে প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মী সংখ্যা, তাদের সুযোগ সুবিধা, আয়-ব্যয়, কর প্রদানসহ ২৭টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এই শুমারিতে।


জোনাল অফিসার জসীমউদ্দিন জানান ট্রেনিং শেষ করে ১ম ধাপে প্রাথমিক পর্যায়ে ২০দিন প্রতিটি গ্রাম,অঞ্চল, বাজার, পাড়া মহল্লা থেকে তথ্য সংগ্রহ করবেন গণনাকারীরা ২য় ধাপের কার্যক্রম নভেম্বর ডিসেম্বর অনুষ্ঠিত  হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর