ঢাকা | বঙ্গাব্দ

হাইমচর উপজেলার স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির শিক্ষা উপকরণ বিতরণ ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 15-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 190000 জন
হাইমচর উপজেলার স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির শিক্ষা উপকরণ বিতরণ ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

১৫ই ফেব্রুয়ারী রোজ শনিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণ মূলক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর শিক্ষা উপকরণ বিতরণ ও উচ্চশিক্ষা- স্বপ্ন ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


হাইমচর দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর সভাপতি নাজমুল আল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষায় ক্যারিয়ার গঠন বিষয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে অধ্যয়নরত হাইমচরের শিক্ষার্থীরা।


এছাড়া উপজেলার ১০ টি স্কুল ও মাদ্রাসার শতাধিক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ফাইল, জ্যামিতি বক্স, স্কেল, খাতা, কলম ইত্যাদি) বিতরণ করা হয়েছে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর সরকারি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক মোখলেসুর রহমান মুকুল, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম, সাবেক সহ সভাপতি ও সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার রফিকুল ইসলাম, হাইমচর কলেজের প্রভাষক আক্তার হোসেন, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর সাবেক সভাপতি সরদার মোহাম্মদ সোহেল, কাটাখালী মাদ্রাসার শিক্ষক মাওলানা তবিব উল্যাহ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর সাবেক সভাপতি বুলবুল ইসমাইল, সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সহ সভাপতি শেখ মো: নাসির হোসাইন,মাদ্রাসা শিক্ষক মাওলানা নুরে আলম, সংগঠনের সহ সভাপতি মোশাররফ হোসেন নয়ন ও মেহেরুন্নেসা আকা, সহ সাংগঠনিক সম্পাদক মো: অনিক হোসেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর