ঢাকা | বঙ্গাব্দ

আবারও ভোলায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে

  • আপলোড তারিখঃ 17-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 447522 জন
আবারও ভোলায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে , এতে করে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে।


মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় ভোলা সদর উপজেলার কালিখোলা সংলগ্ন একটি তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


অগ্নিকান্ডের ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান গোডাউনের মালিক মো. মনির হোসেন।


ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, আমরা ঘটনার দিন বিকাল সাড়ে পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। 


আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে গোডাউনের পাশে থাকা বাসায় ইলেক্ট্রিক ওয়্যারের কাজ চলছে সেখান থেকে আগুন লাগতে পারে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এই অগ্নিকাণ্ডের ফলে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।


এর আগেও গত বছরে ভোলায় একটি তুলার গোডাউনে অগ্নি কান্ডের ঘটনা ঘটে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর