ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় চাঁদাবাজির অভিযোগে কালা মনিরকে আটক করেছে নৌবাহিনী

  • আপলোড তারিখঃ 15-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 420026 জন
খুলনায় চাঁদাবাজির অভিযোগে কালা  মনিরকে আটক করেছে নৌবাহিনী ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চাঁদাবাজির অভিযোগে খুলনায় কালা মনিরকে আটক করেছে নৌবাহিনীর টহল দল। 



আজ  বুধবার (১৪ আগস্ট) দুপুর ১টায়  দিকে সোনাডাঙ্গা কাঁচা বাজারে কালা মনির নামক একজন ব্যক্তি জনৈক আড়ৎ ব্যবসায়ীর সঙ্গে গোলযোগ  করে ও হুমকি দিয়ে  চাঁদা দাবি করে। তাৎক্ষণিকভাবে  আড়ৎ ব্যবসায়ী ফোন কলের মাধ্যমে নৌবাহিনীর নিকট সাহায্য চায়।


পরবর্তীতে লেঃ মুস্তাদি-উল-ইসলাম, (এক্স), বিএন (পিনং ৩৬০৬) এর নেতৃত্বে  একটি টহল দল পরিস্থিতি স্বাভাবিক করতে উক্ত এলাকায় আসেন   এবং নৌবাহিনী টহল দল চাঁদাবাজ কালা মনিরকে আটক করে।


অতঃপর দুপুর ১টা ৪৫ মিনিটে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে। উল্লেখ্য, কালা মনির এর বিরুদ্ধে থানায় পূর্বের ১০টি মামলা রয়েছে বলে জানা যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর