ঢাকা | বঙ্গাব্দ

পাবনার হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুলের পদত্যাগ-বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা

  • আপলোড তারিখঃ 18-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 418937 জন
পাবনার হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুলের পদত্যাগ-বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আলহাজ্ব মো. মকবুল হোসেনের দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন করেছে হরিপুর ইউনিয়ন সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা ।


রবিবার (১৮ আগস্ট ২০২৪) সকাল ১০ ঘটিকায় হরিপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টা ব্যাপী ছাত্র-জনতা মানববন্ধন কর্মসূচী পালন করে।


আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ দিন থেকে মকবুল চেয়ারম্যান পরিষদে তালা দিয়ে পালিয়ে আছেন। ওই ইউনিয়নের শত শত মানুষ এখন দুর্ভোগের মধ্যে আছেন। নাগরিক সনদ, জন্মনিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে না পারায় জনগনের ভোগান্তির যেন শেষ নেই। 


বক্তারা আরো বলেন, তার মত অযোগ্য, দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যান আমরা চাই না অবৈধ পন্থায় মকবুল চেয়ারম্যান টাকার পাহাড় গড়েছে। তার দল ও মতের বিরুদ্ধ পক্ষের লোকদের গত ১৬ বছর ধরে হামলা, মামলা, নির্যাতন করেছে। জমি দখল এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা পকেটস্থ করেছেন। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি'র বিশেষ আশির্বাদ পুষ্ট থাকায় তিনি সকল ক্ষেত্রে সকল ধরনের অপকর্ম করে পার পেয়ে গেছেন।  


বক্তারা তাদের বক্তব্যে বলেন, অতিসত্বর তার পদত্যাগ এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানানতা না হলে তার বিরুদ্ধে আন্দোলন অব্যহত থাকবে বলে ঘোষণা করেন বক্তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর