ঢাকা | বঙ্গাব্দ

পীরগঞ্জ দারুস সালাম সিনিয়র মাদ্রাসার কর্মচারী কতৃক ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায়

  • আপলোড তারিখঃ 22-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 337930 জন
পীরগঞ্জ দারুস সালাম সিনিয়র মাদ্রাসার কর্মচারী কতৃক ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পীরগঞ্জ দারুস সালাম সিনিয়র মাদ্রাসার কর্মচারী কতৃক ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ফুলেফেঁপে উঠেছে বাসুদেবপুর গ্রামসহ আশেপাশের এলাকার জনসাধারণ।এ ঘটনায় মেয়ের মা বাদি হয়ে থানায় মামালা করেন মামলার এজাহার সুত্রে জানাযায়,আমার নাবালিকা মেয়ে আসামীর প্রেমের প্রস্তাবে রাজী না হইলে আসামী মোঃ মোকছেদুর রাহমান গাজী আমার মেয়েকে উচ্চ বিলাশী প্রলোভন দেখায়।


আসামীর প্রলোভনে আমার নাবালিকা মেয়ে প্রেমের প্রস্তাবে রাজী হইলে বিভিন্ন সময় আমার মেয়ে মাদ্রাসায় গেলে মাদ্রাসা খোলার আগে এবং ছুটির পরে মাদ্রাসায় কেউ না থাকার সুযোগে আসামী আমার নাবালিকা মেয়েকে বিবাহের প্রলোভন দেখাইয়া ক্লাস রুমের মধ্যে আমার মেয়ের শরীরের বিভিন্ন স্পর্শ কাতর জায়গায় হাত দেয় যৌন মিলনের প্রস্তাব দেয়। আমার নাবালিকা মেয়ে আসামী মোঃ মোকছেদুর রাহমানছে গাজী কু-প্রস্তাবে রাজী না হইলে আসামী আমার মেয়েকে পুনরায় বিভিন্ন প্রলোভন দেখায়।


এরই ধারাবাহিকতায় ইং-০৯/১০/২০২৪ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় আমার মেয়ে চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর পীরগঞ্জ ডিএস আলীম মাদ্রাসায় যায়। একই তারিখ মাদ্রাসা ছুটির আগে আসামী মোঃ মোকছেদুর রাহমান গাজী আমার মেয়েকে মাদ্রাসা ছুটির পর গুরুত্বপূর্ণ কথা আছে বলিয়া দেখা করিতে বলে। বিকাল অনুমান ০৪.০০ ঘটিকায় মাদ্রাসা ছুটির পর সকল ছাত্র/ছাত্রী চলিয়া গেলে আসামীর কথামত আমার নাবালিকা মেয়ে তার ক্লাস রুমে অবস্থান করে।


সে সময় কেউ না থাকার সুযোগে আসামী মোঃ মোকছেদুর রাহমানও গাজী আসিয়া আমার মেয়ের সহিত বিভিন্ন কথাবার্তা বলিতে থাকে। কথাবার্তার একপর্যায়ে আসামী মোঃ মোকছেদুর রাহমানও গাজী আমার নাবালিকা মেয়েকে বিবাহ করিবে মর্মে আশ্বস্ত করিয়া আমার নাবালিকা মেয়েকে জড়াইয়া ধরে মুখ চেপে ধরে ৮ম শ্রেণীর ক্লাসরুমে তার ইচ্ছা বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।


সেই সময় আমার মেয়ের মুখ থেকে হাত সরে গেলে আমার মেয়ে বাচাও বাচাও বলিয়া চিৎকার করিলে স্থানিয় উদ্ধার করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ কামরুল ইসলাম

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর