আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ( শনিবার) রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালীতে শিলা হত্যার ঘটনায় ৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন,
১. আরিফুল ইসলাম (রনি) - শিলার প্রেমিক, ২. শারমিন আক্তার (রানা) - শিলার অধীনস্থ (হিজরা), ৩. পুতুল - শিলার হিজরা বান্ধবী, ৪. শুক্কুর মাসুদ - শারমিন এর কথিত স্বামী।
উল্লেখ্য যে, গত ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী থানা এলাকায় শিলা হত্যাকান্ড সংঘটিত হয়। অতঃপর কাউখালী থানায় হত্যা মামলা রুজু হয়। উক্ত মামলার প্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল জনাব জাহেদুল ইসলাম, পিপিএম মহোদয়ের তত্ত্বাবধানে কাউখালি থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে থানা পুলিশের একাধিক চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় উপরোক্ত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আসামী শুক্কুর মাসুদ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
রাঙ্গামাটি জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।