ঢাকা | বঙ্গাব্দ

মাদক সেবনকারী দুই ভাইয়ের তথ্য সাংবাদিকদের দেওয়ায় এলাকাবাসীকে হুমকি দেয় সহদর দুই ভাই

  • আপলোড তারিখঃ 30-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 327608 জন
মাদক সেবনকারী দুই ভাইয়ের তথ্য সাংবাদিকদের দেওয়ায় এলাকাবাসীকে হুমকি দেয়  সহদর দুই ভাই ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা পৌর এলাকার পূর্ব কাছিয়াড়া গ্রামের নোয়া বাড়ি/(পলোয়ান বাড়ি) মৃত আব্দুল মালেক ড্রাইভার এর বিবাহিত দ্বিতীয় ঘরের সন্তান বড় ছেলে সাইফুল ইসলাম রামিম  (২৭) সন্ত্রাসী  ছোট ছেলে মোঃ তামিম(১৫) মাদকসেবন করে এমন কথা এলাকার জনগন সাংবাদিকদের বলেন। 


স্বরজমিনে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাইফুল ইসলাম রামিম কে তাদের তামিম ট্রান্সপোর্ট এজেন্সিতে দলবদ্ধ হয়ে চার পাঁচজন কে একসাথে মাদক সেবন করতে দেখা যায়। এবং তামিম কে বাড়ির পাশে একটি বাগানে মাদক সেবন করতে দেখা যায়। 


এ খবর দৃষ্টিতে পড়লে দুই ভাই ভয়ে পালিয়ে যায় পরবর্তীতে তারা সাংবাদিকদের অবগত করেছে সন্দেহে প্রতিবেশিদের হুমকি দেয়। তাদের মাদক সেবনের তথ্য সাংবাদিকদের কাছে পৌছানোর জন্য অকথ্য ভাষায় কয়েকজন কে গালাগাল করে।


দুই মাদক সেবির হুমকির সম্মুখীন হওয়া মেহেদী হাসান সিয়াম ও আরাফাত জানান, তাদের কে মাদক সেবন করতে দেখার পর আমরা কয়েকজন মিলে পরিচিত সাংবাদিকদের খবর দেই সাংবাদিকরা এসে বাস্তবতা দেখার সাথে সাথে তারা পালিয়ে যায় কিছুক্ষন পর ফিরে এসে আমাদের নানা ভাবে হুমকি দেয় তাদের মাদক সেবনের ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী। 


এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে অবগত করা হলে তিনি জানান আমাদের অভিযোগ করা হলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিতে পারতাম এধরণের ঘটনা পরবর্তীবার ঘটলে এলাকাবাসী যেন আগে পুলিশকে জানায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান সবসময়ের মতো থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর