ঢাকা | বঙ্গাব্দ

নারসিংদীর শিবপুরে নব যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের বরণ ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 18-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 64641 জন
নারসিংদীর শিবপুরে নব যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের বরণ ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নরসিংদী জেলার শিবপুর উপজেলায় নব যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৭ মার্চ) শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, (এস-১২০৬৮) শিবপুর উপজেলা শাখার আয়োজনে ,সংগঠনের উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান এমারতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালা মিয়া স্যার)।


এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, নরসিংদী জেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মানিক, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এ কে এম মাসুদুর রহমান খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সী,অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শাহীন।


সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক, সৈয়দ জোনায়েত মনোয়ার সজিব। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শিবপুর উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ ও নবযোগদানকৃত সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিবপুর উপজেলায় নবযোগদানকৃত ৪০ জন সহকারী শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর