ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • আপলোড তারিখঃ 05-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 319729 জন
নড়াইলের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে কৃষক সুলতান মোল্যা (৬৫) নিহত হয়েছেন এছাড়া উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন সোমবার(৪ নভেম্বর)রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুরুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য চাঁদপুর গ্রামের জামাল এবং শরিফুল পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল এর জের ধরে সুলতানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ নিহত সুলতান মোল্যা শরিফুল পক্ষের সমর্থক।


এদিকে, হত্যাকান্ডের পর জামাল পক্ষের বাড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগীরা জানান, তাদের বাড়ি থেকে গরু, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।


কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর