ঢাকা | বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিরিক্ত জলোচ্ছ্বাসের ফলে সুন্দরবনে বন্যা প্রাণীর জীবন বিপর্যয়

  • আপলোড তারিখঃ 29-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 483611 জন
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিরিক্ত জলোচ্ছ্বাসের ফলে সুন্দরবনে বন্যা প্রাণীর জীবন বিপর্যয় ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গত রবিবার( ২৬ মে) ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা সুন্দরবন অঞ্চলে স্বাভাবিক জোয়ারের তুলনায় অতিরিক্ত মাত্রায় পানি বৃদ্ধির ফলে বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়। খুলনার দাকোপ ও কয়রা উপজেলার কয়েকটি গ্রাম ভেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়।


সেই সাথে জলোচ্ছ্বাসের প্রভাবে প্রায় ১০ ফুট পানি বৃদ্ধি পায়। যার ফলে সুন্দরবনের হরিণ, বানর, রয়েল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর প্রাণ হানির আশঙ্কা করছে বন বিভাগ। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী ও প্রকৌশলী আশরাফুল আলম জানান যে নদীগুলোতে ৫ থেকে ৬ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের মতে এ অতিরিক্ত মাত্রায় জোয়ারের ফলে বন্য প্রাণীর প্রাণ  হানি হয়েছে।


নদীর চরে বেশ কিছু মৃত হরিণ ভেসে আসতে দেখা গেছে। যার ফলে ধারণা করা হচ্ছে যে সুন্দরবনের বন্য প্রাণীর পাশাপাশি সুন্দরবনের ভিতর অবস্থিত মিষ্টি পানির শতধিক পুকুর তলিয়ে গেছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের দুটি রেঞ্জ রয়েছে খুলনা ও সাতক্ষীরা কিন্তু বেশিরভাগ সুন্দরবন খুলনা রেঞ্জের আওতায় কয়রা  উপজেলার অন্তর্গত  যেখানে বন্য প্রাণী বিচক্ষণ চলাফেরা করে থাকে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর