লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৭৫ বোতল ফেনসেডিলসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার।
২৬/০৩/২০২৫ ইং বুধবার লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার ৬ নং গোড়ল ইউনিয়নের অন্তর্গত, পুলিশ তদন্ত কেন্দ্র, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায়।
বিশেষ অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানার অন্তর্গত ঘোঙ্গাগাছ মৌজাস্থ মোঃ জুল হোসেন এর বসতবাড়ির পূর্ব পাশে থাকা শুকনা পুকুরের ভিতরে বালুর নিচ হতে ০৭ টি লাল রংয়ের জালি বস্তার ভিতরে মোট ১৭৫ (একশত পঁচাত্তর) অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ শ্রী মিলন বিশ্বাস এর দেখানো জায়গায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ফেনসিডিল জব্দ করা হয়।
এ সময় শ্রী মিলন বিশ্বাসকে পুলিশ আটক করে এবং পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে লালমনিরহাটের পুলিশ সুপার মহোদয় জানিয়েছেন।
এ সময় তিনি সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন-
মাদককে না বলুন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।