ঢাকা ০৮:৩০:১১ পিএম | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

🤍🖤তেপান্নতম মহান বিজয় দিবসে🖤🤍

  • আপলোড তারিখঃ 17-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 305640 জন
🤍🖤তেপান্নতম  মহান বিজয় দিবসে🖤🤍 ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

তেপান্নতম মহান বিজয় দিবসে বাঙ্গালি জাতির সুর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও দোওয়া রইলো বিদেহী আত্মার মাগফিরাত কামনায়!


মহান বাংলাদেশের স্থপতি, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, ৪ঠা ডিসেম্বর ১৯৬৯ ইং পুর্বপাকিস্তানের নাম বাংলাদেশ নাম করণকারী নেতা বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা, মহান বাঙ্গালি জাতির জনক শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা, এমএ জি ওসমানী, মুক্তিবাহিনীর এগারোটি সেক্টর কমান্ডার,  তিন ফোর্স প্রধান, সাত বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতিক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা,সহ বীর জননী, বীরাঙ্গনা সহ নিহত ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ মা-বোনের সম্ভম প্রানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বুকের তাজা রক্তে লালন করতে চাই!

সাতাশ হাজার মিত্র (ভারতীয় সৈন্য) বাহিনীর আত্মত্যাগের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।


যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি বাড়তি সুযোগ সুবিধা প্রদানের অনুরোধ করছি...... 

ভূয়া মুক্তিযোদ্ধাদের সনদ যাচাই বাছাই সাপেক্ষে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি! 

তবে প্রতিহিংসা পরায়নতায় নয়!

একজন মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সাধারণ সচেতন সৈনিক হিসেবে সাম্য মৈত্রী জাতীয়তাবাদের চেতনায় একটি জাতি রাষ্ট্র গঠনের উদাত্ত আহ্বান রাখছি!


আসুন এক সাথে হাতে হাত ধরে এগিয়ে যাই

ষড়যন্ত্র চক্রান্ত প্রবঞ্চনার রাস্তা ছেড়ে সুখী সম্মৃদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে এক ধাপ, দুই ধাপ করে

সামনে অগ্রসর হয়ে...


আগামী দিনগুলো সততা নিষ্ঠা ও মানবাধিকার মুল্যায়িত হোক। প্রকৃত গনতন্ত্র চর্চা উজ্জীবিত হোক পথ পরিক্রমায়।

শৃংখলিত গনতন্ত্র বারংবার আঘাত হেনেছে এদেশের রাজনীতির বৃহদায়তন মানচিত্রে! 

বাংলাদেশ একটি প্রগতিশীল চিন্তাকর্ষক রাষ্ট্র হিসেবে বিশ্ববুকে বীরত্বে মাথা তুলে দাড়াতে গিয়েও বারংবার আহত হয়ে পরদেশী বন্ধুরুপীদের কর্তৃত্বে পথ হারাতে চায়!


আশা ও প্রত্যাশা আগামী দিনগুলো বাংলাদেশ তার মুলধারাতেই ফিরে আসবে সকল শ্রেনী পেশা-নেশার মানুষের ভালোবাসায়....

(ষোলই ডিসেম্বর ২০২৪)


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর