ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

  • আপলোড তারিখঃ 14-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 243909 জন
পটিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববান হতে হবে। নিজের আবাসস্থল পরিস্কার পরিচ্ছন্ন রাখলে আশপাশের পরিবেশ দূষিত হওয়ার কোন সম্ভবনা থাকে না। তাই নিজের দায়িত্বের প্রতি গুরুত্ব দেয়া সকলের উচিত। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত পটিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এসময় তিনি নিজ হাতে মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটিয়ে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্লাবন কুমার বিশ্বাস, উপজেলা প্রকোশলী কমল কান্তি পাল, খাদ্য কর্মকর্তা জামাল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার দে, উপজেলা কৃষি অফিসার কল্পনা রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সাহাব উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশলী ফাহাদ ভুইয়া, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইদ্রিস মিয়াসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ছাত্র সমন্বয়কবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর