ঢাকা | বঙ্গাব্দ

কাক হাঁসেরা খেলা করে" মোঃ আবুল কালাম আজাদ

  • আপলোড তারিখঃ 02-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 218819 জন
কাক হাঁসেরা খেলা করে"   মোঃ আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

"কাক হাঁসেরা খেলা করে "

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ ০২/০২/২০২৫ খ্রিঃ 


কাক হাঁসেরা খেলা করে 

খাবার খাইতে বসে,

কাক খাইতে গেলে দেখি 

তারা করে হাঁসে।

হাঁস যখন খাবার খায় 

কাক থাকেনা পাশে,

মিল ছারা খাবার খায় 

কাক আর হাঁসে।

অবুঝ পশু পাখি ওরা 

কেউ বোঝেনা কিছু,

তবু ওঁরাও লাগে দেখি 

এঁকে অন্যের পিছু।

কাক চিলেরা হাঁস মুরগির

চির শত্রু জানি,

তবু দেখছি তাদের মাঝে 

মিল অনেক খানি।

অধম কালাম কাব্যিক মনে 

কাব্য রচে চলি,

শান্তি সুখে রেখ আল্লাহ তোমায় 

বিনয় করে বলি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর