ঢাকা | বঙ্গাব্দ

" শীতের শুস্কতায় ঝড়ে পড়ে " মোঃ আবুল কালাম আজাদ

  • আপলোড তারিখঃ 05-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 204926 জন
" শীতের শুস্কতায় ঝড়ে পড়ে "  মোঃ আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

শীতের শুস্কতায় ঝড়ে পড়ে 

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ:- ০৫/০২/২০২৫ খ্রিঃ 


শীতের শুস্কতায় ঝড়ে পড়ে 

সকল বন বৃক্ষের পাতা,

আবার নতুন পাতা ফুলে 

সেজে ওঠে বৃক্ষ তরু লতা।

প্রকৃতিতে শীত যেন 

ডেকে ডেকে বলে,

আয় আয় বসন্ত 

সোনার বাংলায় চলে।

সেজে ওঠ শীমুল পারুল 

হাসনাহেনার ডাল,

আসছে সোনার বাংলায় 

সুখ বসন্ত কাল।

প্রকৃতিতে শীত শেষে আসবে 

সুখের বসন্ত কাল,

বাহারি সাজে সাজবে বাংলার

সকল ফুলের ডাল।

যা শীত জালা দিয়ে 

সামনে আসবে বসন্ত।

ফুলে ফুলে রঙিন হবে 

এই ধারায় দিগন্ত।

আমি অধম নাদান কালাম 

ডাকি আয়রে বসন্ত,

আল্লাহ তুমি দুনিয়া টাকে 

করে দেও শান্ত।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর