ঢাকা | বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট" অভিযান শুরু

  • আপলোড তারিখঃ 08-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 201824 জন
অপারেশন ডেভিল হান্ট" অভিযান শুরু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ (০৮ ফেব্রুয়ারি) শনিবার  স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে  দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও  সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।



মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসান এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।


উক্ত সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।  

সেই লক্ষ্যে আজ শনিবার থেকে গাজীপুরসহ সারা দেশে এই অভিযান শুরু হবে।

‘অপারেশন ডেভিল হান্ট’ এর ব্যাপারে আগামীকাল রোববার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর