ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ রেলওয়েতে ইজারাদার রিপন-লুনা দম্পতির একক আধিপত্য

  • আপলোড তারিখঃ 11-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 198828 জন
বাংলাদেশ রেলওয়েতে ইজারাদার  রিপন-লুনা দম্পতির একক আধিপত্য ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে রেলের সবচেয়ে বড় সুবিধাবাদী ছিল ছাত্রলীগের সাবেক নেতা সালাউদ্দিন রিপন এবং তার স্ত্রী মিফতাহুল জান্নাত লুনা। সারা দেশে আলোচিত এই দম্পতির নিয়ন্ত্রণে চলে ৩২টি ট্রেন। ৪ বছরের জন্য ইজারা নিয়ে প্রায় এক যুগ ট্রেন ইজারার দায়িত্বে আছে রিপন-লুনা দম্পতি। 


সালাউদ্দিন রিপন ছিল কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির সদস্য এবং রেলওয়ে শ্রমিক লীগের উপদেষ্টা। বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় এই রিপন। 


দেশের বাণিজ্যিক রেলের প্রায় ৯০ শতাংশ কবজায় নিয়েছিল এই দম্পতি। রেলপথ মন্ত্রণালয় আর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সূক্ষ্ম কারচুপিতে ৭৮ মতিঝিল ঠিকানার মেসার্স এসআর ট্রেডিং, এলআর ট্রেডিং, এনএল ট্রেডিং এবং  টিএম ট্রেডিং এই চার প্রতিষ্ঠানের মাধ্যমে রেলের লিজ নিয়েছিল তাঁরা।


একটি রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে বর্তমান পরিবর্তিত সরকারের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশের রেলওয়েতে ছয় মাস পরেও এই পুরানো পাপী রেলের সুবিধাবাদীদের ছত্রছায়ায় এখনো তাঁদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে অত্যন্ত কৌশল এবং নিরাপদে। 


দ্রুততম সময়ে এই কুলাঙ্গারসহ দায়ী ব্যক্তিদের অপসারণ করে আইনের আওতায় আনা এবং কর্মহীন শিক্ষিত যুবকদের নিয়োগের মাধ্যমে সকল ট্রেনের টিকেট বিক্রির ব্যবস্থা করার এখনই সময়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর