ঢাকা | বঙ্গাব্দ

BNP-এর TREAT খেতে খেতে আজকে BANGLADESH AWAMI LEAGUE-এর থ্রেটও খেতে হলো!

  • আপলোড তারিখঃ 15-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 189687 জন
BNP-এর TREAT খেতে খেতে আজকে   BANGLADESH AWAMI LEAGUE-এর থ্রেটও খেতে হলো! ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

BNP-এর TREAT খেতে খেতে আজকে 

BANGLADESH AWAMI LEAGUE-এর থ্রেটও খেতে হলো! 

(🥢এস এম মনিরুজ্জামান আকাশ)


ক্ষমা করে দিও ভাই ও বন্ধু..... 

আমি দল বুঝিনা, তোষামোদ বুঝিনা, আত্মীয়তা বন্ধুত্ব বুঝিনা! আমি কেবল বুঝি...

ন্যায্য ও ন্যায় নিরপেক্ষ গ্রহনযোগ্য ন্যায় সঙ্গত কথা বলবো!  বলতে হবে...

আজকে আমার পায়ের নিচে মাটি নেই এ কথা যারা বলেছেন তারাও সাবধান হয়ে যান! 

মাটি থাকলেও অনেকই সত্য কথা বলতে সাহস পান না।


আওয়ামী লীগের ক্ষমতায় আসীন ব্যক্তিদেরকে যেমন ছাড় দেইনি সত্য ও ন্যায় নায্য কথা বলতে তেমনি আর কোন ব্যক্তি বা মহল হোক অন্যায়, অশালীন, বেআইনী কোন কাজ করলে আমিতো প্রতিবাদ করবোই ইনশাআল্লাহ! 


আমাকে কেউ যদি লোভ দেখান! আমি কিন্তু গলে যাবোনা।

কারন আমি প্রতিবাদী। 

আমি তোষামোদী নই, আমি রাগী, আমি বদমেজাজী, আমার ভাষাগত ত্রুটি আমাকে কোন নেতৃত্বশীল ব্যক্তির বাধ্য অনুরক্ত করতে পারেনি।


আমি লেজুর বৃত্তি-তোষামোদী কে ঘৃনা!

আরো বেশি ঘৃনা করি মিথ্যা বলাকে...

আমার মায়ের বিধি নিষেধে প্রতিবাদ করা কমিয়েছি।

কিন্তু আত্মাকে সজীব নির্মল নিরেট নির্মোহ রাখতে মাঝে মধ্যে একটু আধটু প্রতিবাদতো করতেই হয় বলুন!

নচেৎ আত্মার স্বকীয়তা, আত্মসমালোচনা বোধ, আত্মার স্বাধীনতা বিলীন হয়ে যাবে। 

হারিয়ে যাবে মানবিকতা, মনুষ্যত্ববোধ ও আত্মচর্চিত ন্যায়ের কলম যুদ্ধ! 

আমাকে রুখতে পারলে আমি শাহাদাতের পেয়ালা পান করবো ইনশাআল্লাহ! 

আমার প্রতিবাদী মন চিত্ত স্বত্ত্বাকে কখনো লোভের বশে নিয়ন্ত্রণ করতে পারবেনা। ওগো দয়াময়, আমি আমার আত্মার মৃত্যু কখনো চাইনি! আমি সর্বদা অবিচল আস্থা নীতির উপর উজ্জ্বল থাকতে চাই! দয়াময় আল্লাহ তায়ালা তোমার করকোমলে, কুদরতি চরণে নিজেকে আজকে সমর্পন করলাম......(তারিখঃ ১৪ ফেব্রুয়ারী ২০২৫ঈশায়ী)



✒️🎤এস এম মনিরুজ্জামান আকাশ 

কবি-কলামিস্ট সাংবাদিক-গবেষক,

 পরিবেশ ও মানবাধিকার কর্মী, 

সভাপতি-

গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা,পাবনা।

kdaakash2024pabna@gmail.com


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর