‘মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার রবীন্দ্র-নজরুল কলা ভবন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে এসে শেষ হয়।
বেলা ১১টায় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।
এছাড়া প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ মামুন সহ বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তিয়াশা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মনজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বসন্ত বাঙালির জীবনে এক নতুন প্রভাতের বার্তা নিয়ে আসে। আমাদের ষড়ঋতুর বৈচিত্র্য পৃথিবীর আর কোথাও নেই। ঋতুচক্রের সঙ্গে আমাদের জাতির সংযোগ ও বৈচিত্রপূর্ণ সম্পর্ক রয়েছে। এটা একটা প্রগাঢ় বন্ধনের মতো, কখনোই তা বিচ্ছিন্ন হবার নয়। বাঙালীর মানষ গঠনেও এই ষড়ঋতুর প্রভাব রয়েছে। ষড়ঋতুর উপর ভিত্তি করে অনেক সময়ই আমাদের জীবন প্রণালী পরিবর্তিত হয়। আমাদের লোকজ শিল্প উজ্জীবিত হয়েছে এই ঋতু বৈচিত্রে। আমাদের যে জারি, শারি, বাউল গান সবকিছুর মূলসুর এখান থেকেই।
মানিক হোসেন
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মোবাইল: ০১৫৬৭-৯১০৪২৭
তারিখ: ১৭.০২.২৫ইং