ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় সাবেক ছাত্রনেতা ও ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন আটক

  • আপলোড তারিখঃ 16-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 187047 জন
পাবনায় সাবেক ছাত্রনেতা ও ভাইস চেয়ারম্যান  মোঃ হেলাল উদ্দিন আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার খেয়াঘাট এলাকায় নিজ বাসা থেকে  একটি বিস্ফোরক মামলায় চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান, সাবেক জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন কে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ।


রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলের দিকে পাবনা জেলার চাটমোহর পৌর শহরের খেয়াঘাট এলাকায় নিজ বাসা থেকে চাটমোহর থানা পুলিশ মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, ছাত্রলীগ নেতা মো. হেলাল উদ্দিনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নাশকতার মামলায় সংঘটিত বিস্ফোরন ঘটনায় আজকে আটক করা হয়েছে।


তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে এবং আদালতে প্রেরণ করা হবে। অফিসার ইনচার্জ আরো বলেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র জনতার উপর  সংঘটিত  বিস্ফোরক মামলার আসামি। গ্রেপ্তারকৃত মো.হেলাল উদ্দিন এর পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে যে, সে কোন রকম বিস্ফোরক মামলায়  এজাহার ভুক্ত আসামী নয়। তিনি প্রকাশ্যে চলাফেরা করে আসছেন। এছাড়াও হেলাল উদ্দিন দীর্ঘদিন স্থানীয় এমপির রোষানলে পড়ে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে নিপীড়িত নিগৃহীত হয়ে আসছেন।


তার পরিবারের পক্ষ থেকে তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ভাবে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। হেলাল উদ্দিন একজন নির্দোষ ব্যক্তি তবুও রাজনৈতিক বিবেচনায় তার নামে মামলা দেওয়া হয়েছে ও গ্রেপ্তার করেছে পুলিশ। হেলাল উদ্দিন ব্যবসা বানিজ্য করে আসছিলেন। আমরা দ্রুত হেলাল উদ্দিন এর মুক্তি চাই। 


বাংলাদেশ আওয়ামী লীগ, চাটমোহর উপজেলা শাখা, পাবনার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করায়। মো. হেলাল উদ্দিন এর বিরুদ্ধে অভিযোগ না থাকার পরেও হয়রানি মুলক উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা সরকারের হীন্যমনতার বহিঃপ্রকাশ ও ক্ষমতা কুক্ষিগত করার অপকৌশল সেটা প্রকাশ করতে সরকার বিনা মামলায় মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে। 


অবিলম্বে সাবেক ছাত্রনেতা মো. হেলাল উদ্দিনকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ফৈলজানা ইউনিয়ন শাখা, চাটমোহর, পাবনার পক্ষ থেকে অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ  তীব্র নিন্দা ঘৃনা ও প্রতিবাদ জানিয়েছেন। 

চাটমোহরের সর্বত্র মো. হেলাল উদ্দিনের গ্রেপ্তারের পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা, সাধারণ সমর্থকেরা গ্রেপ্তার আতংকে ভুগছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর