ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত,সড়ক অবরোধ,গাড়ি ভাঙচুর

  • আপলোড তারিখঃ 18-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 178544 জন
কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত,সড়ক অবরোধ,গাড়ি ভাঙচুর ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জে স্কুলে যাওয়ার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ছনকান্দা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়।অপরদিকে বেলা ১১টার দিকে জেলার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় স্কুল থেকে বের হওয়ার সময় অটোরিকশা চাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে।


শিক্ষার্থী নোহা আক্তার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে। সে প্রাপ্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কিন্ডার গার্ডেনের ২য় শ্রেণির শিক্ষার্থী


নিহত দুইজনের মধ্যে আলী আকবর (১৩) মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও  মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ (১২) একই এলাকার ফেরদৌসের ছেলে ও  মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই। স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে উজানভাটি পরিবহনের  একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়।  এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।


ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা আগুন দিয়ে সড়ক অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পর থেকে প্রায় দুই ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম সাংবাদিক দের   জানান, খবর পেয়ে ইউএনওসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর