ঢাকা | বঙ্গাব্দ

জুলাই গণঅভূত্থানে আহত ও শহীদ পরিবারের অবস্থান কর্মসূচি

  • আপলোড তারিখঃ 20-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 176820 জন
জুলাই গণঅভূত্থানে আহত ও শহীদ পরিবারের অবস্থান কর্মসূচি ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বৃহস্পতিবার দুপুরে গণঅভ্যুত্থানে আহত-শহীদ পরিবার ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহরের সাতমাথার মুক্তমঞ্চে এই কর্মসূচি পালন করা হয়।


অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান, সুমাইয়া, তুষার নাহিদ ইসলাম, আসিফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


এ সময় সেখানে তারা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে কয়েকটি দাবি উপস্থাপন করেন। উল্লেখযোগী দাবিগুলোর মধ্যে সকল আহত এবং শহীদ পরিবারের দপ্তর হয়রানি বন্ধ করতে হবে, শহীদ পরিবারের অনুদান প্রাপ্তির জটিলতা দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে হবে, আহতদের সুচিকিৎসা এবং পূনর্বাসন নিশ্চিত করতে হবে, সকল আহত এবং শহীদ যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান তারা।


অবস্থান কর্মসূচি শেষে তারা বগুড়ার জেলা প্রশাসক হোসনা আরা কাছে স্মারকলিপি দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর