ঢাকা | বঙ্গাব্দ

ফয়জুল উলুম তাহফিজুল কোরআন নুরানী মাদরাসা অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

  • আপলোড তারিখঃ 26-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 161488 জন
ফয়জুল উলুম তাহফিজুল কোরআন নুরানী মাদরাসা অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ফয়জুল উলুম তাহফিজুল কোরআন নুরানী মাদরাসা মাছবোয়াল, ২৬ শে ফেব্রুয়ারি বুধবার  সকালে, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে ফয়জুল উলুম তাফিজুল কোরআন নুরানী মাদরাসা, সভাপতি আবু বকর সিদ্দিক এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের ১নং সদস্য, দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম, বক্তব্যে তিনি বলেন,শিক্ষা শুধু বই-পুস্তক মুখস্থ করার বিষয় নয়, এটি নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মউন্নয়নের অন্যতম মাধ্যম। নুরানী মাদরাসা আমাদের শিশুদের কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অভিভাবকদের উচিত সন্তানদের যথাযথ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।এ মাদরাসা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলছে। আমরা চাই এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাক।


অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তা বাদী যুবদল বিএনপির বীরগঞ্জ উপজেলা শাখা তানভির চৌধুরী, বীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য দুলাল ইসলাম, ৭নং মাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, ৮নং ভোগনগর ইউনিয়নের বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম সাদেক, ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপি নুর ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ফয়জুল উলুম তাহফিজুল কোরআন নুরানী মাদরাসা মহতামিম হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান।

সহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,অভিভাবক মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর