ভোলা মনপুরায় দাসের হাট নিবাসি মোঃ আব্বাছ ১৬ বছর বয়সে দীর্ঘ দিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে থেমে গেলো জিবন প্রদ্বীপ। হাজির হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির মেধাবী ছাত্র ছিলেন এই আব্বাছ ।
বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে দেখানোর পর ২০২১ সালে ধরা পরে শরীরে ক্যান্সার। চিকিৎসা করিয়ে ছিলেন বাংলাদেশের বিভিন্ন হসপিটালে কিন্তু সকল আশা অবসান গঠিয়ে না ফেরার দেশে পাড়ি দেন আব্বাছ, শনিবার সকাল ১০:০০ টায় মনপুরা হাসপাতালে আব্বা ‘কে ডাক্তার মৃত ঘোষণা দেন, (ইন্নালিল্রাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এতে পরিবারে নেমে আসে দুঃখের ঘটনা।
আব্বাছ এর মৃত্যুতে পরিবারে সকলের কান্নার ভেঙ্গে পরে যায়। তার বাবা মোঃ মালেক একমাত্র ছেলে কে হারিয়ে শোকে কাতর হয়ে পরেন। এবং গ্রাম বাসীর কাছে দোয়া ও মাপ চেয়ে কান্নায় লুটে পারেন।