ঢাকা | বঙ্গাব্দ

ভোলা মনপুরা দশম শ্রেনীর ছাত্র ক্যান্সার আক্রান্তে মৃত্যু

  • আপলোড তারিখঃ 02-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 149007 জন
ভোলা মনপুরা দশম শ্রেনীর ছাত্র ক্যান্সার আক্রান্তে মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলা মনপুরায় দাসের হাট নিবাসি মোঃ আব্বাছ ১৬ বছর বয়সে দীর্ঘ দিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে থেমে গেলো জিবন প্রদ্বীপ। হাজির হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির মেধাবী ছাত্র ছিলেন এই আব্বাছ  ।


বাংলাদেশের বিভিন্ন  হাসপাতালে দেখানোর পর ২০২১ সালে ধরা পরে শরীরে ক্যান্সার। চিকিৎসা করিয়ে ছিলেন বাংলাদেশের বিভিন্ন  হসপিটালে কিন্তু সকল আশা অবসান গঠিয়ে না ফেরার দেশে পাড়ি দেন আব্বাছ, শনিবার সকাল ১০:০০ টায় মনপুরা হাসপাতালে আব্বা ‘কে ডাক্তার মৃত ঘোষণা দেন, (ইন্নালিল্রাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এতে পরিবারে নেমে আসে দুঃখের ঘটনা।


আব্বাছ এর মৃত্যুতে পরিবারে সকলের কান্নার ভেঙ্গে পরে যায়। তার বাবা মোঃ মালেক একমাত্র ছেলে কে হারিয়ে শোকে কাতর হয়ে পরেন। এবং গ্রাম বাসীর কাছে দোয়া ও মাপ চেয়ে কান্নায় লুটে পারেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর