ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের ট্রেনে সশস্ত্র বিদ্রোহীরা হামলা করে নিয়ন্ত্রণ নিল ট্রেনের

  • আপলোড তারিখঃ 11-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 96966 জন
পাকিস্তানের ট্রেনে সশস্ত্র বিদ্রোহীরা হামলা করে নিয়ন্ত্রণ নিল ট্রেনের ছবির ক্যাপশন: সংগৃহীত
LaraTemplate

পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নিয়েছেন সশস্ত্র বিদ্রোহীরা।


মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকায় এ ঘটনা ঘটেছে।বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনে গুলি চালায়।


বিএলএর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যন্ত সিবি জেলায় ট্রেনটিতে হামলা চালানোর আগে রেললাইনে বোমা মেরেছে তারা। ট্রেনটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে বিএলএ জানিয়েছে।


পাকিস্তানের পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে, হামলায় ট্রেনের চালকসহ তিনজন আহত হওয়ার তথ্য পেয়েছে তারা। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।.


পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ও হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে জিম্মিদের উদ্ধারের জন্য।


বেলুচিস্তান সরকারের একজন মুখপাত্র স্থানীয় দৈনিক ডন পত্রিকাকে বলেছেন, ট্রেনটিতে "তীব্র গুলিবর্ষণের" ঘটনা ঘটেছে।


এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে, একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেছেন, ট্রেনটি "একটি সুড়ঙ্গের ঠিক আগে পাহাড়বেষ্টিত এলাকায় আটকে রয়েছে"।


হামলাকারী গোষ্ঠী বিএলএ বলেছে, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাসহ ট্রেনের যাত্রীদের একটি বড় অংশকে তারা জিম্মি করছে।তাঁদের উদ্ধারের কোনো প্রচেষ্টা নেওয়া হলে ‘ভয়াবহ পরিণতি’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।


পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নওয়াজ এই হামলার নিন্দা জানিয়েছেন।



(বিবিসি থেকে সংগৃহীত) 


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর