ঢাকা | বঙ্গাব্দ

বীরগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের আলোচনা ও ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ 16-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 75500 জন
বীরগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের আলোচনা ও ইফতার মাহফিল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

১৫ মার্চ'২০২৫ শনিবার ইফতার পুর্ব  মকবুল হোটেল এন্ড রেস্তোরাঁয় জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের আয়োজনে অনুষ্ঠানটি পরিবেশিত হয়।

দিনাজপুরের বীরগঞ্জে সাংবাদিকদের সম্মানে "বৈষম্যহীন সমাজ বিনির্মাণ" রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা জামায়াতের আমির ক্বারী মো: আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের জামায়াত ঘোষিত সংসদ নির্বাচনে এমপি প্রার্থী সাবেক ইসলামী ছাত্র শিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক জননেতা মোঃ মতিউর রহমান।

তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশ হবে শান্তিময়, আমরা সাংবাদিক বান্ধব দল, সর্বাবস্থায় আপনাদেরকে সাথে নিয়ে পথ চলতে বদ্ধপরিকর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি  বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাশেদুন্নবী বাবু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম কাওছার,

উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মঞ্জুরুল ইসলাম, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবেদ আলী, মো: শাহিনুর ইসলাম, মাহাবুবুর রহমান আংগুর, মীর কাশেম লালু, নাজমুল ইসলাম মিলন, মাজেদুর রহমান ও আমার দেশ প্রতিনিধি মোশাররফ হোসেনসহ অন্যান্যরা।

সে সময় বীরগঞ্জের প্রতিটি ইউনিটের প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সম্মানার্থে এই আয়োজন করা হয়েছে, যেখানে ইসলামিক আলোচনা ও ইফতার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম।

ইফতার পুর্ব দেশ জাতি ও মানবতার কল্যানে বিশেষ মুনাজাত করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর