পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা-সাধারন সম্পাদক মরহুম আজিজুর রহমান সরদার সিপাই এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের মোঃ আক্কাস আলী প্রামানিক এর বাড়ীতে সোমবার (১৭ ফেব্রুয়ারী২০২৫) বাদ জোহর মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফৈলজানা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত মরহুমের আত্মীয় স্বজন ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
মরহুম আজিজুর রহমান একজন প্রগতিশীল বাম রাজনীতির সাথে জড়িত থেকে সাধারণ শ্রেণি পেশার লোকজন, খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য আমৃত্যু অবধি কাজ করে গেছেন। তিনি ১৭ই ফেব্রুয়ারী ১৯৮২ ইং ফৈলজানা ইউনিয়ন বিভিন্ন গ্রামের কৃষকদের কৃষি ঋন উত্তোলন করে সকলের সাথে বাড়ী ফেরার সময় আনুমানিক এশার নামাজের পুর্ব মুহুর্তে চাটমোহর রেলবাজার হয়ে ফেরার পথে শাহাপুর-আটলংকা-খতবাড়ীর মাঝামাঝি চাপড়ার বিলে পৌঁছালে পুর্ব থেকে ওৎপেতে থাকা দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করে তাকে হত্যা করে এবং মৃত্যুর পুর্বে তাকে প্রসাব খাওয়ায়।
মরহুম আজিজুর রহমান একজন প্রগতিশীল রাজনীতিবীদ ছিলেন। তিনি জীবদ্দশায় যে কোন কাজ, তদ্বির নিয়ে যে কোন সরকারি দপ্তরে পৌঁছালে কর্মকর্তা তার মুখের দিকে চেয়ে মৃদু হেসে কাজ করে দিতেন। এখনও এলাকার অনেকেই বলে থাকেন মরহুম আজিজুর রহমান এর মাঝে কিছু অলৌকিক শক্তি ছিলো! কারন আমরা তাকে দেখেছি যে কোন সরকারি দপ্তরে তার মুখের কথায় ঘুষ,উৎকোচ ছাড়াই অফিসারগন কাজ করে দিতেন।
নাম না প্রকাশ করার শর্তে জনৈক ব্যক্তি বলেন, মরহুম আজিজুর রহমানকে যখন বোমা বিস্ফোরণ করে হত্যা করার চেষ্টা ব্যর্থ হয়, তখন একজন মরহুম আজিজুর রহমানকে প্রসাব পান করায় তার পর আজিজুর রহমান মৃত্যুবরণ করেন।
মরহুম আজিজুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মরহুম আজিজুর রহমান এর বোনের রুহের মাগফেরাত কামনা করে আয়োজিত দোওয়া ও আলোচনা সভায় মরহুমের আত্মীয় স্বজনেরা ও মরহুমের দুলাভাই মোঃ আক্কাস আলী প্রামানিক এর বাড়ীতে দোওয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মরহুম আজিজুর রহমান সাত ভাই-বোনের মধ্যে একমাত্র ভাই ও পিতার এক মাত্র পুত্র ছিলেন। তিনি ব্যক্তি জীবনে নিঃসন্তান ছিলেন। তাই তার বোন-দুলা ভাইয়েরা প্রতিবছরই মিলাদ মাহফিল দোওয়ার আয়োজন করে থাকেন। এ প্রসঙ্গে কথা হয় মোঃ আক্কাস আলী প্রামানিকের সাথে তিনি বলেন, প্রতি বছরই আমরা আজকের দিনকে স্মরণ করে অনুষ্ঠানের আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছরের আয়োজন। এছাড়াও কয়েকদিন পুর্বে মোঃ আক্কাস আলী প্রামানিকের স্ত্রীও ইন্তেকাল করেছেন উভয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে একত্রে অনুষ্ঠান করছি আলহামদুলিল্লাহ।
প্রসঙ্গত কথা হয় ফৈলজানা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ এর সাথে, তিনি বলেন, বিগত দিনগুলো ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোওয়া আলোচনা সভা ও দোওয়া মাহফিলের আয়োজন করা হতো।এ বছর আওয়ামী লীগের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ পলাতক থাকায় মিলাদ মাহফিল আলোচনা সভার আয়োজন করা সম্ভব হয়নি। আমরা মন থেকে মরহুম নেতৃবৃন্দের জন্য দোওয়া করছি।
মিলাদ মাহফিল শেষে আমন্ত্রিত হাজারো লোকজনকে খানা পরিবেশন করা হয়। মিলাদ মাহফিল আলোচনা পরিচালনা করেন মাওলানা আল আমিন (পেশ ইমাম- কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদ), মোনাজাদ পরিচালনা করেন মাওঃ মোঃ মুজাহিদুল ইসলাম (সহকারী শিক্ষক- কুয়াবাসী দ্বি-মুখী দাখিল মাদ্রাসা)।