ঢাকা | বঙ্গাব্দ

ইউপি সদস্যের ঘরে মিলল ভিজিএফের ১২৮ বস্তা চাল

  • আপলোড তারিখঃ 20-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 52444 জন
ইউপি সদস্যের ঘরে মিলল ভিজিএফের ১২৮ বস্তা চাল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রোকন উদ্দিনের বাড়ি থেকে ভিজিএফের ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার, ২০ মার্চ বিকেলে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্ৰামে অভিযান চালিয়ে ১২৮ বস্তা চাল উদ্ধার করা হয়।


সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য উপজেলার বাদলা ইউনিয়নে চাল বিতরণ চলছিল।


গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. রোকন উদ্দিন সেই চাল আত্মসাৎ করেন। খবর পেয়ে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামের ওই ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে ইউপি সদস্য পলাতক রয়েছেন।


বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া এবং ইউপি সদস্য মো. রোকন উদ্দিন নিজস্ব লোকজন দিয়ে একাধিকবার চাল উত্তোলন করে অবৈধভাবে মজুদ করে রাখেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।


এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য মো. রোকন উদ্দিনের ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।


এ বিষয়ে বাদলা ইউপি চেয়ারম্যান মো. আদিলুজ্জামান ভূঁইয়ার সঙ্গে ফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, জনগণ নিজের ইচ্ছায় চাল বিক্রি করেছে, যা একজন ব্যবসায়ী কিনেছেন। মেম্বার সাধারণ মানুষদের কাছ থেকে চাল কিনে নিয়েছেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিকের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, বিষয়টা অবগত হয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন সাংবাদিকদের  বিষয়টি নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর