ঢাকা | বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে আনসারের হাতে ২৪ লক্ষ টাকা সহ পাসপোর্ট বিহীন যাত্রী আটক

  • আপলোড তারিখঃ 21-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 52331 জন
শাহজালাল বিমানবন্দরে আনসারের হাতে  ২৪ লক্ষ টাকা সহ পাসপোর্ট বিহীন যাত্রী আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
LaraTemplate

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় সদর দপ্তর কর্তৃক মাঠ পর্যায়ে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের বিশেষ নির্দেশনা প্রদান, জোন/ইউনিট কমান্ডার কর্তৃক গার্ডে তদারকি বৃদ্ধি, দায়িত্বরত আনসার সদস্যসহ সংশ্লিষ্ট সকলের জবাবাদিহিতা নিশ্চিত করা।


আনসার সদস্যদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ প্রণোদনা প্রদান এবং দায়িত্ব অবহেলা জনিত কারণে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনয়নের ফলে বাহিনীর সকল পর্যায়ে কাজের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের সেবাপ্রদানের মান ও মানসিকতার আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।


এরই ধারাবাহিকতায় আজ ২১ মার্চ ২০২৫ রোজ শুক্রবার  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যান্তরে ঘোরাঘুরি করার সময় একজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে আটক করে দায়িত্বরত আনসার সদস্যরা।


পরবর্তীতে উক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নিয়ে যাওয়া হলে  জানা যায় ওনার নাম মোঃ মজিব মিয়া, পিতা- মোঃ আবদুল লতিফ, মাতা মোছাঃ ছাহেরা বেগম, গ্রাম-মহিরা মুকুল ডাকঘরঃ ভাংগুনি, উপজেলা-মেলান্দহ,জেলা-জামালপুর।

তার দেয়া জবানবন্দিতে তিনি বলেন ২০/০৩/২০২৫ ইং তিনি ৯:৪৫ মি ১নং গেট দিয়ে প্রবেশের সময় গেটের দায়িত্ব রত আনসার সদস্যরা আমাকে আটকে দেয়।


তার নিকট পাসপোর্ট ভিসা কোনটাই ছিলনা। এবং তার হাতে থাকা ব্যাগটি তল্লাশি করে নগদ ২৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তি কে ভ্রাম্যমান আদালতের জন্য বিমানবন্দর (DSO) অফিসে নেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর