ঢাকা | বঙ্গাব্দ

ভেদুরিয়ায় ইসলামি আন্দোলনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ 21-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 53698 জন
ভেদুরিয়ায় ইসলামি আন্দোলনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে ইসলামি  আন্দোলনের পক্ষ থেকে হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে  পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী  বিতরণ করা হয়েছে।


ইনসাফ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠা এ স্লোগান কে সামনে রেখে ইসলামি আন্দোলন বাংলাদেশ ভেদুরিয়া ইউনিয়নের  উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) সকাল ১০ টায় সদর  উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট  বাজার চত্বরে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 


এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভেদুরিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি হাফেজ মোঃ কালিমুল্লাহ্ সাহেব।


আরো উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভেদুরিয়া ইউনিয়ন শাখার সংখ্যালগু শাখার সম্পাদক মোঃ মহসিন,মো:হারুনুর রশিদ সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভেদুরিয়া ইউনিয়ন,মাওলানা মোঃ ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক ইসলামি আন্দোলন ভেদুরিয়া ইউনিয়ন,মাওলানা মোঃ ইউসুফ হোসেন সহ-সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভেদুরিয়া ইউনিয়ন শাখা এছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন। 


এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম বলেন দুর্নীতি, দুঃশাসনসহ সকল প্রকার অস্বচ্ছতা ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অব্যাহত সংগ্রাম চলতেই থাকবে।


আর তাই আগামীদিনে হজরত পীর সাহেব হুজুর চরমোনাই কে ক্ষমতায় বসিয়ে দুর্নীতি ঘুষ খুন ঘুমের সঠিক বিচার যেন সঠিকভাবে পেতে পারে সে লক্ষে সবাই কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। 

পরে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর